ধামরাইয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে পিকআপের চালক-হেলপার নিহত

0
0


ঢাকার ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) ভোরে ঢাকার ধামরাই থানাধীন ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক কাঞ্চন (২৩)। তিনি জামালপুর সদরের শিলিকুরিয়া গ্রামের আনিস মিয়ার ছেলে। অপরজন হলেন পিকআপের হেলপার আশরাফুল (১৯)। তিনি নেত্রকোনা জেলার বারহাট্টা থানাধীন রোদনুর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে একটি ইটবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৩-২১৫৫) দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো উ-১১-২০০৪) ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন পিকআপের চালক ও হেলপার। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপর ঢাকা-আরিচা মহাসড়কে যানজট দেখা দেয়। পরে সাভার হাইওয়ে থানা পুলিশ প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সড়কটিতে যান চলাচল স্বাভাবিক করে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে। ইটবোঝাই ট্রাকটিও জব্দ করা হয়েছে।

মাহফুজুর রহমান নিপু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।