২০২১ সালের শুরুতে কিছুটা শ্লথগতি থাকলেও পরবর্তীতে ঘুরে দাঁড়াবে বিশ্ব অর্থনীতি | World Economy

0
7

২০২১ সালের শুরুতে কিছুটা শ্লথগতি দেখা দিলেও পরবর্তীতে ঘুরে দাঁড়াবে বিশ্ব অর্থনীতি । সবার হাতে টিকা পৌছানো এবং সরকারগুলোর বিভিন্ন প্রণোদনা প্যাকেজের হাত ধরে প্রবৃদ্ধি আসবে বলে ধারণা করছে ওয়াল স্ট্রিটের বৃহৎ ব্যাংকগুলো । ক্লমবার্গ জানায় , ২০২০ এর প্রথমার্ধে বৈশ্বিক অর্থনীতি মহামন্দা – পরবর্তী সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দা শেষে দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাড়াচ্ছিল ।

তবে কোভিড -19 এর দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ে অনেক দেশেই ফের লকডাউন শুরু হওয়ায় ব্যাপক প্রভাব পড়েছে অর্থনীতিতে । আর ওয়াল স্ট্রিট মনে করছে , ধাক্কা সামলে আগামী বছরেই প্রবৃদ্ধি চাঙ্গা প্রবৃদ্ধিতে ফিরবে । প্রবৃদ্ধির ব্যাপারে সব ব্যাংকের ঐক্যমত থাকলেও , কর্মসংস্থান ও মূল্যস্ফীতি চাপের মধ্যে থাকবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ।

ফলে বছরব্যাপী সহজ শর্তে অর্থ সরবরাহ বহাল রাখতে হবে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর ।