সিরিজ শুরুর আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা

0
1


অস্ট্রেলিয়ার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। যে সিরিজের ফলের ওপর নির্ভর করছে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে কিনা। এমন এক সিরিজের আগে ওপেনিং নিয়ে বড় দুশ্চিন্তায় ভারত।

রোহিত শর্মা দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার সময় স্ত্রীর পাশে থাকতে আগেই ছুটি নিয়েছেন। বিকল্প ওপেনার হিসেবে শুভমান গিলের সঙ্গে লোকেশ রাহুলের কথা ভাবা হচ্ছিল।

এই দুজনই পড়েছেন চোটে। এর মধ্যে গিলের চোটটা বেশ গুরুতর। পার্থে ২২ নভেম্বর থেকে শুরু প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা ক্ষীণ।

অস্ট্রেলিয়ার কোনো দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে না ভারত। নিজেদের মধ্যেই ভাগ হয়ে ম্যাচ খেলছে তারা। সেখানেই ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পেয়েছেন গিল। তিনি ফিল্ডিং করছিলেন স্লিপে। সে সময়ই তিনি বাঁ হাতের আঙুলে চোট পান।

পরবর্তীতে জানা যায়, গিলের বাঁ হাতের আঙুলে চিড় ধরেছে। তাকে দুই সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে। সেক্ষেত্রে পার্থ টেস্টে হয়তো খেলা হবে না।

ওপেনিংয়ে বিকল্প আরেক অপশন শুভমান গিলও প্রস্তুতি ম্যাচে একটি শর্ট বলের আঘাতে কনুইয়ে চোট পেয়েছেন। পরে তিনি ব্যাট করতে পারেননি, করেননি ফিল্ডিংও।

এদিকে রোহিত শর্মা এরই মধ্যে শুক্রবার দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। তার হাতে সময় আছে। কিন্তু পার্থ টেস্টে শেষ পর্যন্ত রোহিত যোগ দিতে পারবেন কিনা, এই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। সবমিলিয়ে ওপেনিং নিয়ে বেশ জটিল পরিস্থিতিতেই আছে ভারত।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।