এবার মিশর সফরের যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু । মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল – সিসির আনুষ্ঠানিক আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন তিনি । আগামী কয়েক দিনের মধ্যেই এ সফর অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে ।
এরমধ্য দিয়ে , গত এক দশকের মধ্যে এই প্রথম মিশরের কাছ থেকে প্রকাশ্যে কোন আমন্ত্রণ পেলেন ইসরাইলি প্রধানমন্ত্রী । এছাড়াও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আরব আমিরাত , বাহরাইন , সুদানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করেছে ইসরাইল । শুক্রবার এই তালিকায় সর্বশেষ যোগ হয়েছে মরক্কো ।
আর এরপরই মরক্কোর কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন । ইসরাইলের সঙ্গে মরক্কোর কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের ঘোষণা পরই এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ।
রয়টার্স জানিয়েছে , আফ্রিকার এই মুসলিম দেশটির কাছে ১০০ কোটি টাকার সামরিক সরঞ্জাম বিক্রি করবে মার্কিন সরকার ।