এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

0
2


মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। শনিবার সন্ধ্যা ৬টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও মালদ্বীপ।

প্রথম ম্যাচ ১-০ গোলে জিতে সিরিজে এগিয়ে আছে সফরকারী দল। সিরিজে সমতা আনতে হলে এই ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে।

আগের ম্যাচে মাঝমাঠে সোহেল রানা-রিদয়ের সাথে ছিলেন সৈয়দ কাজেম কিরমানি। এই ম্যাচে কিরমানির পরিবর্তে হ্যাভিয়ের ক্যাবরেরা একাদশে রেখেছেন মজিবর রহমান জনিকে।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, তপু বর্মন, সাদ উদ্দিন, ইসা ফয়সাল, শাকিল আহাদ তপু, রিদয়, মোরসালিন, রাকিব, সোহেল রানা, মজিবর রহমান জনি, ফয়সাল আহমেদ ফাহিম।

আরআই/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।