‘সরকার বৈষম্য দূর না করে শোষণমূলক ব্যবস্থাকেই টিকিয়ে রাখছে’

0
3


বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রাজেকুজ্জামান রতন বলেছেন, দেশের ৯০ ভাগ মানুষ এখন সর্বস্বান্ত। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার দেশটাকে একটা দুর্নীতি ও লুটপাটকারী রাষ্ট্রে পরিণত করেছিল। যার ফলে বাজার ও ব্যাংকের টাকা লুট করে ১০ ভাগ মানুষ হাজার হাজার কোটি টাকার মালিকে রূপান্তরিত হয়েছে। এতে স্বাধীন বাংলাদেশ হয়ে উঠেছিল একটি বৈষম্যমূলক দেশ। আর এই বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতা আন্দোলন করে স্বৈরাচারকে হঠিয়েছে। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই বৈষম্য দূর না করে ওই শোষণমূলক ব্যবস্থাকেই টিকিয়ে রাখছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ পাতা পৌরমুক্ত মঞ্চে বাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লবের ১০৭তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের শ্রমজীবী মানুষদের ঐক্যবদ্ধভাবে এই শোষণমূলক পুঁজিবাদী ব্যবস্থাকে উচ্ছেদ করতে হবে, তবেই আসবে মুক্তি। কারণ বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাইলে সমাজতন্ত্রের কোনো বিকল্প নেই।

দলটির জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বাসদ নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল-মামুন, পলাশ কুমার ঘোষ, তারিকুজ্জামান টরিক ও সঞ্জয় কুমার গৌর। সভার শুরুতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লাল পতাকা মিছিল করে দলটি।

এম এ মালেক/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।