লেবাননের সিভিল ডিফেন্স সেন্টারে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সেখানে থাকা অন্তত ১২ জন প্যারামেডিকস নিহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেইসাস
এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরনের হামলা নিউ নরমাল হয়ে উঠছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮২ জন।
ইসরায়েলি হামলা থেকে রেহাই পাচ্ছে না বৈরুতের অনেক আবাসিক ভবনও। ফলে সাধারণ নাগরিকরাও প্রাণ হারাচ্ছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৩ হাজার ৭৬৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখের বেশি।
তাছাড়া লেবাননে নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ৪৪৫ জনে দাঁড়িয়েছে। দেশটিতে আহত হয়েছেন ১৪ হাজার ৫৯৯ জন।
সূত্র: আল-জাজিরা
এমএসএম