দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে মানুষকে স্বস্তি দিতে জয়পুরহাটে স্বল্পমূল্যে সবজি বিক্রি কেন্দ্র চালু করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে সবজি বিক্রি কেন্দ্র চালু করা হয়। প্রথমদিনে আলু ৬০ টাকা, বেগুন ৩০ টাকা, পটোল ৩০ টাকা ও কাঁচা মরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
রিকশাচালক জলিল মিয়া জাগো নিউজকে বলেন, বাজারের তুলনায় এসব সবজি কেজিপ্রতি ১০-১৫ টাকা কমে পাওয়া যাচ্ছে। তাই এখানে সবজি কিনেতে এসেছি।
জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ জাগো নিউজকে বলেন, সাধারণ মানুষ যেন অল্প টাকায় সবজি কিনতে পারে, সেজন্য আমাদের এ উদ্যোগ। যতদিন না শাকসবজির দাম কমে আসবে, ততদিন আমাদের এ কর্মসূচি চলবে।
সবজি বিক্রি কেন্দ্র পরিদর্শন করেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি মামুনুর রশিদ ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আসলাম হোসেন।
আল মামুন/এসআর/এএসএম