মাদারীপুরে বিএনপি নেতাকর্মীদের ওপর বোমা হামলার অভিযোগ

0
2


মাদারীপুরের কালকিনিতে বিএনপির নেতাকর্মীদের ওপর বোমা হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের খালেকেরহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে।

দলীয়, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এনায়েতনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা বাজারে দুপুরে বিএনপি ও স্থানীয় দলীয় লোকজনের উদ্যোগে জিয়া মঞ্চের একটি প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। ওই সভায় যোগদানের উদ্দেশ্যে কালকিনি উপজেলা সদর থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মী মোটরসাইকেলযোগে রওয়ানা দেন। তারা কালকিনির খালেকেরহাট এলাকায় পৌঁছালে হঠাৎ তাদের ওপর বোমা হামলা চালায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় বিএনপির কর্মী সুজন সরদার (৩২) ও শামীম বেপারীসহ পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সুজন সরদারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। উত্তেজনা থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

বিএনপি নেতাদের অভিযোগ, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল হক সরদারের নেতৃত্বে ৫০-৬০ জন তাদের ওপর বোমা হামলা চালান। এতে ৫-৭ জন নেতাকর্মী আহত হন। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান হামলাকারীরা।

অভিযুক্ত কালকিনির এনায়েত নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল হক সরদার বলেন, আমি ঢাকায় আছি। হামলার বিষয়ে কিছু জানি না। আমার বিষয়ে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, হামলার খবর পেয়ে আমিসহ সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।