হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার

0
1


নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনারের আয়োজন করা হয়। ১৩ নভেম্বর বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি, পত্রিকা ও মিলনায়তন বিভাগের পরিচালক ড. সরকার আমিন। ‘হুমায়ূন আহমেদ ও বাংলাদেশের মধ্যবিত্ত’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কথাসাহিত্যিক সালাহ উদ্দিন শুভ্র।

আলোচনায় অংশ নেন অধ্যাপক আহমেদ মাওলা ও অধ্যাপক সুমন রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম তার বক্তব্যে বলেন, ‘হুমায়ূন আহমেদ যখন গ্রাম নিয়ে লিখেছেন, গরিব মানুষ নিয়ে লিখেছেন; তখনও তার দৃষ্টিভঙ্গির মধ্যে মধ্যবিত্তের প্রতাপ আছে।’

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সেমিনারটি দুই ঘণ্টাব্যাপী বাংলা একাডেমির ফেসবুক পেজে লাইভ করা হয়।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।