ভিড় ট্রেনে দুই সিটের মাঝেই আসন বানালেন যাত্রী, ভিডিও ভাইরাল

0
2


ভিড় ট্রেন, তিল ধারণের জায়গা নেই। সেখানে বসা তো দূরের কথা, দাঁড়ানোটাই দুষ্কর! যাত্রীরা ধাক্কাধাক্কি করছেন। প্রায় সবাই একটুখানি বসার জায়গা খুঁজতে ব্যস্ত! তার মধ্যেই এক যাত্রী ওপরের দুটি আসনের মাঝে দড়ি টানিয়ে বানিয়ে ফেললেন বসার জায়গা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ঘটনার ভিডিও।

এক্স হ্যান্ডেলে ছড়িয়ে পড়া ভিডিওটি থেকে ট্রেনের নাম বা যাত্রাপথ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ভিডিওর দৃশ্য দেখে ধারণা করা হচ্ছে, ঘটনাটি ভারতের।

আরও পড়ুন>>

ভিডিওতে দেখা যায়, ভিড়ের মাঝে দড়ি দিয়ে বসার জায়গা তৈরি করছেন এক যুবক। তা প্রায় শেষের পথে।

কাণ্ড দেখে চক্ষু ছানাবড়া অন্য যাত্রীদের! তাদের একজনই হয়তো ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়েছেন। দৃশ্য দেখে কেউ কেউ বলেছেন, ভারতীয় ছাড়া এমন ‘কাণ্ড’ আর কে-ই বা করতে পারে!

ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। বয়ে গেছে লাইক ও কমেন্টের বন্যা। অনেকে যুবকের প্রংশসা করেছেন। কেউ কেউ মজা করে তাকে পুরস্কার দেওয়ার কথাও বলেছেন। তবে নেটিজেনদের একাংশ আবার ভারতীয় রেলে যাত্রীদের অসুবিধার কথা তুলে ধরেছেন।

সূত্র: সংবাদ প্রতিদিন
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।