ডাম্বুলায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে শ্রীলঙ্কা। তবে এক বল হতেই শুরু হয়েছে বৃষ্টি। আপাতত বৃষ্টির কারণে খেলা বন্ধ আছে।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, মাহিশ থিকশানা, জেফ্রে ভেন্ডারসে, দিলশান মাদুশঙ্কা, আসিথা ফার্নান্ডো।
নিউজিল্যান্ড একাদশ
টিম রবিনসন, উইল ইয়ং, হেনরি নিকোলস, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, মিচেল হে, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), নাথান স্মিথ, ইশ সোধি, জ্যাকব ডাফি।
এমএমআর/জেআইএম