পহেলা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব অনলাইন কুইজ প্রতিযোগিতা টানা ১০০ দিনের এই কুইজ প্রতিযোগিতায় প্রতিদিন লটারির মাধ্যমে মোট ১০০ জনকে বিজয়ী ঘোষণা করা হবে ।
সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হয় । আয়োজক শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানায় মুজিবর্ষের ওয়েবসাইটসহ নির্ধারিত অ্যাপে গিয়ে ১ জন প্রতিযোগী প্রতিটি কুইজে একবার অংশগহণ করতে পারবেন ।
ভার্চুয়াল প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন , শিক্ষামন্ত্রী ড . দীপু মনি , ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার , তথ্য – প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ মুজিব বর্ষ উদযাপন কমিটির সদস্যরা ।
বক্তারা জানান , বঙ্গবন্ধুর জীবন দর্শনের উপর এই কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তরুন প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে ।