ফ্রাঙ্কফুর্টে বিপ্লব ও সংহতি দিবস পালন

0
2


জার্মানির ফ্রাঙ্কফুর্টে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) এ উপলক্ষে এক আলোচনা সভা করে ফ্রাঙ্কফুর্ট বিএনপি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জার্মান বিএনপির সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন। বক্তব্য রাখেন জার্মান বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, বিএনপি নেতা নুরুদ্দিন মিঠু মিঞ্জু, দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ৭ নভেম্বরে সিপাহি-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশের হাল ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল।

তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিবাদী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছেন। কিন্তু তার দোসররা ঘাপটি মেরে বসে আছে। স্বৈরাচার ফ্যাসিবাদীদের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে দেশে-বিদেশে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানান তারা।

কেএসআর/

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি,
স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা
পাঠানোর ঠিকানা –
[email protected]