সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের শ্রমিকদের পুরোনো ছবি ব্যবহার করে গত ১০ নভেম্বর এক রাজনৈতিক সমাবেশে যোগদানের খবর ছড়ানো হয়েছে। এ খবর বানোয়াট উল্লেখ করে সংগঠনের নেতারা অন্তর্বর্তী সরকারকে তদন্তের আহ্বান জানিয়েছেন।
সোমবার (১১ নভেম্বর) সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার এবং সাধারণ সম্পাদক খাদিজা আক্তারের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
এতে বলা হয়, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক রাজনৈতিক দলের পেজ থেকে করা একটি মিথ্যা ও ভিত্তিহীন পোস্ট আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যেখানে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ২০২৪ এর মে দিবসে আমাদের ছবি ব্যবহার করে, পোশাকশিল্পের শ্রমিক ভাই-বোনদের ১০ নভেম্বর এক রাজনৈতিক সমাবেশে যোগ দিতে বলা হয়। অথচ এ বিষয়টি সম্পর্কে আমার বা আমার সংগঠনের কারও বিন্দুমাত্র ধারণা নেই।
এ ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট ব্যক্তিগত এবং পেশাগত সম্মানহানির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। যা সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা তথ্য সম্বলিত।
শ্রমিক নেতারা বলেন, যেহেতু দীর্ঘ সময় ধরে শ্রমিকদের অধিকার রক্ষার জন্য নিরলস কাজ করে আসছি, সেহেতু শ্রমিক জনতার কাছে আমার গ্রহণযোগ্যতার একটি জায়গা রয়েছে। আমার ছবি ব্যবহার করে তাদের এমন একটি রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণ করতে বলাটা, একটি ষড়যন্ত্র রূপে প্রতীয়মান হয়। যা সম্মানহানি ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছে।
কে বা কারা কোন উদ্দেশ্যে মিথ্যা, অবমাননাকর পোস্ট করেছে, রাজনৈতিক স্বার্থ হাসিল নাকি শ্রম অসন্তোষ সৃষ্টির অভিনব কায়দা সে বিষয়ে সরকারকে তদন্তের আহ্বান জানান নাজমা আক্তার ও খাদিজা আক্তার।
এসআরএস/কেএসআর