অপহরণের নাটক সাজিয়ে বাবার কাছ থেকে ছেলের অর্থ আদায়ের চেষ্টা

0
2


অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপন করে বাবার কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে ছেলেসহ দুইজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ ঘটনায় অপহরণ নাটকের কথিত ভুক্তভোগী মো. মুছা শিকদার (২৮) ও তার সহযোগী মো. পারভেজকে (২০) ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৩ অক্টোবর দুপুর দেড়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেক এলাকা থেকে মো. মুছা শিকদার (২৮) নামে এক যুবক নিখোঁজের ঘটনা ঘটে। এ ঘটনায় তার ভাই মাহবুব আলম ২৬ অক্টোবর যাত্রাবাড়ী থানায় একটি জিডি করেন। সেই হারানো জিডির ছায়া তদন্ত করে সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ওয়ারী এলাকা থেকে কথিত ভুক্তভোগী মো. মুছা শিকদার ও তার সহযোগী মো. পারভেজকে আটক করে ডিবি ওয়ারী বিভাগ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. মুছা শিকদার জানিয়েছেন, তিনি নারায়ণগঞ্জে একটি শিপিং কোম্পানিতে চাকরি করেন। ঋণ পরিশোধের জন্য তার কয়েক লাখ টাকার প্রয়োজন। কৌশলে তার বাবার কাছ থেকে সেই টাকা জোগাড় করতে তিনি নিজেই আত্মগোপন করে অপহরণের নাটক সাজান।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, পরবর্তী সময়ে তার পরিচিত মো. পারভেজকে দিয়ে তার বাবার কাছে টাকা চাইতে থাকেন। পাশাপাশি হুমকি দেন যে, টাকা না দিলে মুছাকে হত্যা করা হবে। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার আসল রহস্য উদঘাটন করে গোয়েন্দা ওয়ারী বিভাগ। পরে রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাদের দুজনকে আটক করে হেফাজতে নেওয়া হয়।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

টিটি/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।