অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, যাকে ইচ্ছা তাকেই উপদেষ্টা বানাবেন, ক্ষমতা দেবেন; এটা বাংলাদেশের মানুষ মানে না, মানবে না।
তিনি বলেন, কোনো নাস্তিককে আমরা উপদেষ্টা দেখতে চাই না। ঠিকমতো দেশ চালান। এতে ব্যর্থ হলে ভূমিকম্প হয়ে যাবে। এজন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে জয়পুরহাট শহীদ ডা. আবুল কাসেম ময়দানে ইসলামী আন্দোলন জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম এসব কথা বলেন।
ফয়জুল করীম তার বক্তব্যে ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও সমাজতান্ত্রিক কল্যাণমূলক ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান।
ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন নায়েবে আমির আব্দুল হক আজাদ, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ইসলামী যুব আন্দোলনের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মিনহাজুল ইসলাম, ইসলামী আন্দোলন জয়পুরহাট জেলার উপদেষ্টা শহিদুল ইসলাম প্রমুখ।
আল মামুন/এসআর/এমএস