ডিজে পার্টিতে আকস্মিক অভিযান, গ্রেফতার ২

0
2


রাজধানীর গুলশানে ডিজে পার্টিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) আকস্মিক অভিযানে মাদকদ্রব্যসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, মো. কামাল উদ্দিন (৪৮) ও মো.আরিফুল ইসলাম (৩২)। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১১ বোতল বিদেশি মদ ও ১৭ ক্যান বিয়ার জব্দ করা হয়।

সোমবার (১১ নভেম্বর) ভোরে গুলশানের কোয়ালিটি ইন প্রাইভেট লিমিটেড নামে হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএনসির ঢাকা মেট্রোপলিটন কার্যালয়ের (উত্তর) উপ-পরিচালক শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান এলাকার কোয়ালিটি ইন প্রাইভেট লিমিটেড নামের একটি হোটেলে অভিযান পরিচালনা করে ডিএনসির ঢাকা মেট্রো. কার্যালয়ের (উত্তর) একটি দল। অভিযানে দুই জনকে গ্রেফতার করা হয়। এছাড়া অভিযানে বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার ২ জন জানান, দীর্ঘদিন ধরে মাঝে মাঝে ওই আবাসিক হোটেলে ডিজে পার্টির আয়োজন করে আসছিলেন তারা। অভিজাত শ্রেণির লোকজন এতে অংশগ্রহণ করেন এবং অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সরবরাহ করা হতো।

টিটি/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।