নভেম্বরেই চালু হচ্ছে শতভাগ অনলাইন গেট ফি

0
3


চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রমে এবার পুরোপুরি কার্যকর হচ্ছে অনলাইন গেইট পাশ ইস্যু সিস্টেম। এ পদ্ধতির মাধ্যমে বন্দরে ট্রাক প্রবেশ করতে হলে অনলাইনে গেট ফি দিয়ে ই-টিকিট সংগ্রহ করতে হবে।

২০২১ সালের ১১ জুলাই থেকে এটি চালুর চেষ্টা করা হলেও নানা প্রতিবন্ধকতায় তা বাস্তবায়ন করা সম্ভব না হলেও বন্দর কর্তৃপক্ষের সচেতনতামূলক কার্যক্রমে এবার আলোর মুখ দেখছে প্রকল্পটি। নভেম্বরের মধ্যেই বন্দরে প্রবেশকারী ট্রাকের ক্ষেত্রে শতভাগ ‘অনলাইন গেট ফি’ কার্যকরের কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, এ সিস্টেমে মোবাইলে অনলাইন সফওয়্যারের মাধ্যমে গেট ফি পরিশোধ করে প্রবেশের টিকিট সংগ্রহ করা যাবে।

এ সিস্টেম চালুর জন্য গত ১ জুলাই বন্দরের পরিচালকের (নিরাপত্তা) দপ্তরে অনুষ্ঠিত সভায় প্রাথমিক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এ সভায় আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাক বন্দরে প্রবেশের জন্য ৫টি সিএন্ডএফ প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইন গেট ফি চালুর পদক্ষেপ নেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে ট্রিম ট্রেড লিমিটেড, পারাবার শিপিং, হবিগঞ্জ এগ্রো লিমিটেড, জি শিপিং লাইন্স, অমর ইন্টারন্যাশনাল।

পরবর্তীতে আরও ১৫টি সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠানের মাধ্যমে এ পদ্ধতির প্রয়োগ করা হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে এফএফ ইন্টারন্যাশনাল লিমিটেড, মেসার্স সৈকত ট্রেডিং এজেন্সি, সিলভার সিন্ডিকেট, মেসার্স আলাউদ্দিন, মেসার্স কবির এন্টারপ্রাইজ, মেসার্স তাসমিয়া এন্টারপ্রাইজ, মুন এন্টারপ্রাইজ লিমিটেড, সিলভার লাইনার এজেন্সি, আবিদ এন্টারপ্রাইজ, আমিন এসোসিয়েটস, সাইদ এন্টারপ্রাইজ, আরবি ট্রেডার্স, সমির এসোসিয়েটস, ইরামিয়া এন্টারপ্রাইজ, তারেক ইন্টারন্যাশনাল। গত অক্টোবর পর্যন্ত মোট ২০ সিএন্ডএফ এজেন্টের কার্যক্রম অনলাইন গেট ফি পদ্ধতিতে পরিচালনা করা হয়। চলতি নভেম্বর মাসের মধ্যে বন্দরে ট্রাক প্রবেশের জন্য শতভাগ অনলাইন গেট ফি পদ্ধতি বাস্তবায়নের পদক্ষেপ নেয় বন্দর কর্তৃপক্ষ।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, অনেক আগে থেকে অনলাইনে গেটপাস সংগ্রহের পদ্ধতি চালু করা হয়। তবে চালক ও হেলপাররা এ পদ্ধতিতে অভ্যস্ত করতে সময় লেগেছে। তারা অনলাইনে গেট ফি পদ্ধতি সম্পর্কে পরিচিত হতে সময় লেগেছে। এখন সিএন্ডএফ এজেন্টদেরও তাদের নিয়োজিত গাড়িকে অনলাইনে গেটপাস নিতে জানিয়ে দেওয়া হয়েছে। এরইমধ্যে ২০টি সিএন্ডএফ এজেন্টের মাধ্যমে চালু হয়েছে। চলতি নভেম্বর মাসের মধ্যে পর্যায়ক্রমে সিএন্ডএফের গাড়ির ই-পেমেন্ট গেটপাস ইস্যুর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

এমডিআইএইচ/এসআইটি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।