জমি নিয়ে বিরোধে প্রতিবেশি বৃদ্ধকে পিটিয়ে হত্যা

0
2


মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে মুদি দোকানী আশরাফ উদ্দিন মালকে (৬২) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবচর পৌরসভার ৩নং ওয়ার্ডের গুয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশরাফ উদ্দিন মাল একই এলাকার মৃত দেলোয়ার মালের ছেলে।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় শিবচরের গুয়াতলা এলাকার তারা জামে মসজিদে মাগরিবের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আশরাফ উদ্দিন মাল। আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিবেশি স্বপন মোল্লা লাঠি নিয়ে আশরাফের ওপর হঠাৎ হামলা চালান। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে স্বপন মোল্লা পালিয়ে যান।

পরে গুরুতর অবস্থায় আশরাফকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বপন মোল্লা পলাতক রয়েছেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।