ইনজুরি থেকে ফেরার ম্যাচটি ভালো হয়নি জস বাটলারের। গোল্ডেন ডাক (১ বলে ০) মেরে ফিরেছিলেন সাজঘরে। দ্বিতীয় ম্যাচেই ফর্মে ফিরলেন মারকুটে ইংলিশ ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৫ বলে ৮৩ রানের ঝোড়ো ইনিংস খেললেন তিনি। ব্রিজটাউনে বাটলারের ঝড় তোলার রাতে ক্যারিবিয়ানদের ৭ উইকেটে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড।
শুরুতে ব্যাট করে কোনো ফিফটি ছাড়াই ৮ উইকেটে ১৫৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৪.৫ ওভারেই ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।
প্রথম টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকানো ইংলিশ ওপেনার ফিল সল্ট রোববার গোল্ডেন ডাক (১ বলে ০) মারেন। এরপর ৭২ বলে ১২৯ রানে জুটি করেন উইল জ্যাকস ও বাটলার। এই জুটিতে বেশিরভাগ রান এসেছে বাটলারের ব্যাট থেকেই। জ্যাকস আউট হয়ে গেছেন ২৯ বলে ৩৮ রানে।
রোমারিও শেফার্ডের বলে আউট হওয়ার আগে ৮৩ রানের ইনিংসের পথে বাটলার হাঁকান ৮ চার ও ৬ ছক্কা। টি-টোয়েন্টিতে এটি ডানহাতি ব্যাটারের ২৯তম পঞ্চাশোর্ধ রানের ইনিংস।
১১ বলে ২৩ রানে ইনিংস খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন লিয়াম লিভিংস্টোন।
এমএইচ/জেআইএম