আইভীর ভগ্নিপতি আব্দুল কাদির গ্রেফতার

0
1


নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদিরকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১০ নভেম্বর) সকালে শহরের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।

আব্দুল কাদির নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ভগ্নিপতি। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ূম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বদিউজ্জামান নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় তার স্ত্রী আদুরী খাতুন বাদী হয়ে গত ২০ সেপ্টেম্বর সদর মডেল থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমানসহ ৩৬ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। এ মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আব্দুল কাদিরকে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।