ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পূর্ণগঠনে জো বাইডেনের প্রতি আহ্বান

0
5

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পূর্ণগঠনে এবার নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরােপীয় ইউনিয়নের সাবেক পররাষ্ট্রবিষয়ক প্রধান ফেডেরিকা মােঘেরিনি ।

তিনি বলেন , ইরানকে একটি পরমাণু শক্তিধর দেশ হওয়া থেকে বিরত রাখতেই ৬ জাতির সমঝােতা চুক্তি পুরােপুরি বাস্তবায়ন জরুরি ।

তেহরান মনে করে , পরবর্তীতে কোনও রিপাবলিকান প্রেসিডেন্ট ক্ষমতায় আসলে ফের ওয়শিংটনকে সমঝােতা থেকে বের করে নিবে । তবে রুহানি প্রশাসন বলছে , দায়িত্ব নেয়ার পর বাইডেন তেহরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিলে , ফের পরমাণু চুক্তিতে ফিরবে ইরান ।

সম্প্রতি ২০১৫ সালে ওবামার শাসনামলে যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য , ফ্রান্স , জার্মানি , চীন ও রাশিয়া , ইরানের সঙ্গে পরমাণু সমঝােতা চুক্তি করে । ওই সমঝোতা স্বাক্ষরে মধ্যস্থতার ভূমিকা পালন করেছিলেন ফেডেরিকা মােঘেরিনি ।

পরবর্তীতে ২০১৮ প্রেসিডেন্ট ট্রাম্প ওই সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসেন ।