ইসরায়েলের অবৈধ বসতিতে মাইক পম্পেও’র সফর; বিক্ষোভে হাজারো ফিলিস্তিনি

0
9

অবৈধ ইসারায়েলি বসতিতে মাইক পম্পেও’র সফরের বিরোধিতায় অবরুদ্ধ পশ্চিমতীরে বিক্ষোভ করেছেন হাজারো ফিলিস্তিনি।

ক্ষুব্ধ ফিলিস্তিনিদের অভিযোগ ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণে সিল মোহর দিতেই পম্পেও’র এই সফর।

আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নীতিমালা লঙ্ঘন করলেও ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ভাবে না ট্রাম্প প্রশাসন।

ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান উপত্যকাতেও পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে পম্পেও’র।