ধোনিকে ছেড়ে দিয়ে সেই অর্থে নতুন ক্রিকেটার কেনার পরামর্শ চেন্নাই সুপার কিংসের

0
4

আইপিএলের সদ্য সমাপ্ত আসরের পর চেন্নাই সুপার কিংসের নতুন করে দল সাজানোর প্রয়োজন দেখছেন আকাশ চোপড়া ।

মহেন্দ্র সিং ধোনিকে ছেড়ে দিয়ে সেই অর্থে নতুন ক্রিকেটার কেনার পরামর্শ দিয়েছেন তিনি । আকাশ অবশ্য একেবারেইধোনিকে ছেড়ে দেওয়ার কথা বলছেন না ।

আগামী আসরের আগে যদি মেগা নিলাম হয় সেক্ষেত্রে অভিজ্ঞ কিপার – ব্যাটসম্যানকে ছেড়ে দিয়ে নিলামে ফেরানোর বুদ্ধি দিয়েছেন ।

সদ্য সমাপ্ত চেন্নাই সুপার কিংসের পারফর্ম্যান্স ছিলো হতাশাজনক । ১৪ ম্যাচের ৮ টিতে হেরে বিদায় নিয়েছে লিগ পর্ব থেকেই ।