গুলিস্তানের উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের ‘জজবা জমায়েত’

0
1


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি থেকে গুলিস্তানের জিরো পয়েন্টের উদ্দেশ্যে ‘জজবা জমায়েত’ করার জন্য বিক্ষোভ মিছিল নিয়ে রওয়ানা হয়েছে ইনকিলাব মঞ্চ।

রোববার (১০ নভেম্বর) পৌনে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওয়ানা দেন সংগঠনটির নেতারা। এর আগে তারা টিএসসিতে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

বিক্ষোভ মিছিলে তারা ‘হত্যাকারী স্বৈরাচারী-খুনী হাসিনার গলায় দড়ি’, ‘টু জিরো টু ফোর-ফ্যাসিবাদের কবর খোড়’, সহ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন:

সংক্ষিপ্ত সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী উপদেষ্টাদের সতর্ক করে বলেন, সরকারকে অবিলম্বে ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকার যদি ফ্যাসিবাদীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে অতিসত্ত্বর প্রত্যেক উপদেষ্টা একেক জায়গায় মার খাবে আসিফ নজরুল স্যারের মতো। তখন কিন্তু আপনারা আপনাদের পক্ষে আমাদের খুঁজেও পাবেন না।

তিনি বলেন, আমরা সতাই শেষবারের মতো সতর্ক করে বলছি, আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। ব্যবস্থা নেওয়ার মাধ্যমে আপনারা বন্ধু বাড়ান, শত্রু কমান। স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, বাংলাদেশকে রক্ষা করুন। আমরা আপনাদের পাশে থাকবো।

এমএইচএ/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।