চট্টগ্রামের চেরাগী মোড়ে রাত ১০টার পর দোকান বন্ধের নির্দেশনা

0
2


অপরাধ প্রতিরোধ ও বিশৃঙ্খলা রোধে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে রাত ১০টার পর দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিন পুলিশ (সিএমপি)।

শনিবার (৯ নভেম্বর) থেকে এটি কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

নগর পুলিশের উপ কমিশনার (জনসংযোগ) কাজী তারেক আজিজ বলেন, চেরাগী গলিসহ চেরাগী পাহাড় মোড়ের আশপাশের এলাকায় গভীর রাত পর্যন্ত মানুষের আনাগোনা থাকে, আড্ডা থাকে। এসবকে কেন্দ্র করে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঘটনা ঘটছে।

অপরাধ প্রতিরোধ ও শৃঙ্খলা বিধানের অংশ হিসেবে কোতোয়ালী থানার চেরাগী পাহাড় মোড়ে রাত ১০ টার পর দোকান বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। স্থানীয় থানা থেকেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এএজেড/এসআইটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।