কলকাতায় ডেঙ্গু আক্রান্ত তরুণের ‍মৃত্যু

0
1


পশ্চিমবঙ্গে ডেঙ্গু আক্রান্ত এক তরুণের মৃত্যু হয়েছে। কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ওই তরুণের নাম বিট্টু সিং, বয়স ৩৬ বছর।

জানা গেছে, কলকাতার জোড়াবাগানের বাসিন্দা বিট্টু সিং গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) জ্বর, পেটে ব্যথা, মাথা ব্যথায় ভুগছিলেন।

স্থানীয় চিকিৎসক দেখালে তিনি হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গত শুক্রবার (৮ নভেম্বর) সকালে কলকাতার প্রথমসারির মেডিকেল কলেজ ও হাসপাতাল আরজি করে তাকে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে ভর্তি করার সঙ্গে সঙ্গেই তার রক্ত পরীক্ষা করালে ডেঙ্গু রিপোর্ট পজিটিভ আসে। সে সময় তার প্লাটিলেট কমে প্রায় ৪০ হাজারের কাছাকাছি পৌঁছায়। শুক্রবার গভীর রাতেই বিট্টু সিংয়ের মৃত্যু হয়।

তবে কলকাতা কর্পোরেশনের কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস জানান, ডেঙ্গুতেই তার মৃত্যু হয়েছে কি না সে বিষয়ে সরকারি কোনো রিপোর্ট তাদের হাতে এখনও আসেনি।

ডিডি/টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।