১ মাসের আন্দোলনে স্বৈরাচার পতন করা যায় না

0
1


একমাসের আন্দোলন সংগ্রামে কোনো স্বৈরাচারী সরকার পতন করা যায় না। দীর্ঘদিনের আন্দোলনের ফসল এটি বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। সেটার একটাই লক্ষ্য, তা হলো দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা এবং দেশে একটি গণতান্তিক সরকার প্রতিষ্ঠা করা।

শনিবার (৯ নভেম্বর) বিকালে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে ফরিদপুর বিভাগীয় জাতীয়তাবাদী ওলামা দলের কর্মীসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দ্রুত সংস্কার করে একটি রোড ম্যাড দিয়ে নির্বাচনের সময় নির্ধারণ করতে হবে।

জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব জহিরুল হক শাহজাদা মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলসহ যুব উলামা দলের নেতারা।

এসময় রাজবাড়ী, শরিয়তপুর, মাদারিপুর, গোপালগঞ্জের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এন কে বি নয়ন/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।