দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে জয়পুরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
তিনি বলেন, শুক্রবার (৮ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততায় মেয়াদোত্তীর্ণ জয়পুরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
আল মামুন/এএইচ/জিকেএস