শিক্ষা কারিকুলামে মুসলিম ইতিহাস-ঐতিহ্য সঠিকভাবে তুলে ধরতে হবে

0
2


মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্য সঠিকভাবে তুলে ধরে আগামীতে শিক্ষা কারিকুলাম প্রণয়নের আহ্বান জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

তিনি বলেন, আওয়ামী সরকারের প্রবর্তিত শিক্ষা কারিকুলামে মুসলিম সুলতানদের বহিরাগত দখলদার হিসেবে দেখানো হয়েছে। স্বাধীন সুলতানরা এ দেশের স্বাধীনতার স্বপ্ন বহুকাল আগেই দেখেছিলেন। অথচ সেখানে সেই সুলতানদেরই বহিরাগত দখলদার ও ভিনদেশি শাসক হিসেবে পাঠ্যবইয়ে উপস্থাপন করা হয়েছে। আগামীতে প্রণীত কারিকুলামের বইয়ে মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্য সঠিকভাবে তুলে ধরতে হবে।

শনিবার (৯ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সাংবাদিক শাহেদ মতিউর রহমানের লেখা ‘আওয়ামী লীগের বিতর্কিত কারিকুলাম’ বইয়ের প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, অতীতে সবসময় বাঙালি ও হিন্দু সংস্কৃতি এ অঞ্চলের মুসলমানদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্ট করা হয়েছে। গত ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলেও কোনো ধরনের রাখঢাক না করে একতরফাভাবে তা চালিয়ে দেওয়া হয়েছে। অবশ্য স্বাধীনতার পর গত অর্ধশতাব্দী কাল থেকেই ইতিহাসকে বিকৃতি করার অপচেষ্টা চালানো হয়েছে।

ফ্যাসিবাদীরা অপচেষ্টা করলেও দেশের মানুষ সচেতন উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে এ দেশের সচেতন মানুষ; বিশেষ করে অভিভাবকরা নানাভাবে প্রতিবাদ জানিয়েছেন। তারা সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদ করেছেন। এখন সময় এসেছে পাঠ্যপুস্তকে বাঙালি মুসলমানদের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। আমি মনে করি শাহেদ মতিউর রহমান লেখা বইটি একটি সময়ের মাইলফলক হিসেবে আগামী দিনে সাক্ষী হিসেবে বিবেচিত হবে।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম কোরবান আলী।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি ও আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান, নয়া দিগন্তের অনলাইন বিভাগের প্রধান মোহাম্মদ হাসান শরীফ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) গবেষণা ও প্রশিক্ষণ শাখার কর্মকর্তা কানু কুমার ঘোষ, এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ইরাব) সভাপতি ফারুক হোসাইন প্রমুখ।

এএএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।