ব্রহ্মপুত্র নদের নাব্যতা সংকটের কারণে রৌমারী-চিলমারী ফেরি চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। নদের পানি কমে যাওয়ায় গত ১০ দিন ধরে কোনোমতে ফেরি চলাচল করলেও শুক্রবার (৮ নভেম্বর) থেকে একদম চলছে না। ফলে মালবাহী ও পণ্যবাহী অর্ধশতাধিক ট্রাক নদীর দুই তীরে আটকা পড়েছে।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে, ড্রেজিংয়ের কাজ চলমান রয়েছে। ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী রুটে নদী খননের কাজ শুরু হয়েছে। ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে পানির গভীরতা ছয় ফিট। এখন এই জায়গাগুলোতে খনন করে অন্তত সাত ফিট গভীরতা করলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
স্থানীয় বাসিন্দা মো. নুর ইসলাম বলেন, নদীর পানি কমে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ। ড্রেজিংয়ের কাজ যদি ঠিকমত চলতো এমন অবস্থায় পড়তে হতো না। সরকার ড্রেজিংয়ের জন্য টাকা ব্যয় করছে, কিন্তু সেই ড্রেজিংয়ের কাজ দিনে মাত্র দু-তিন ঘণ্টা চললে কেমনে সমাধান হবে।
ট্রাকচালক সাইদুল ইসলাম বলেন, আমি প্রতি সপ্তাহে এ ঘাট হয়ে ট্রাক নিয়ে জামালপুর যাই। গতকাল রাতে এসে শুনি ফেরি চলাচল বন্ধ। পাথর বোঝাই ট্রাক নিয়ে এসেছি। জানি না কবে নাগাদ ফেরি চলাচল শুরু করবে।
চিলমারী ফেরি সার্ভিস বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, গত ১০ দিন ধরে ব্রহ্মপুত্রে নব্যতা সংকট দেখা দিয়েছে। ফলে ফেরি চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ। এছাড়া ব্রহ্মপুত্র নদের দুদিকে ড্রেজিংয়ের কাজ চলমান। আশা করছি দ্রুত সময়ের মধ্যে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
ফজলুল করিম ফারাজী/জেডএইচ/জিকেএস