জাকের আলীর অভিষেক, বাদ জাকির-রিশাদ

0
1


প্রথম ওয়ানডেতে নিশ্চিত জেতা ম্যাচ হেরে গেছে বাংলাদেশ। আজ শনিবার সিরিজ বাঁচানোর লড়াই বাংলাদেশের। ১-১ সমতায় ফিরতে এই ম্যাচে জিততেই হবে নাজমুল হোসেন শান্ত দলের।

শারজায় গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে জাকের আলী অনিকের। আঙুলে ফ্র্যাকচার হওয়ায় সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। এতেই কপাল খুলেছে জাকের আলীর।

আজকের অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পুরোদমে পা রাখলেন জাকের আলী। এর আগে টেস্ট ও টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল ডানহাতি উইকেটরক্ষক ব্যাটারের।

আজ বাংলাদেশ একাদশ থেকে বাদ পড়েছেন ওপেনার জাকির হাসান ও লেগস্পিনার রিশাদ হোসেন। দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।