নাব্য সংকটের কারণে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল আবারও বন্ধ রয়েছে। ফলে উভয় প্রান্তে পারাপারের অপেক্ষায় আটকা রয়েছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।
শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এর আগে, গত ২ নভেম্বর রাত ১০টার দিকে নাব্য সংকটের কারণে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে। পরে সাড়ে ৩৭ ঘণ্টা পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
ট্রাকচালক রবিন বলেন, আরিচা-কাজিরহাট নৌপথে মাঝে মধ্যেই ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে আমাদের ভোগান্তি বাড়ে।
চালক কালাম বলেন, শুধু আরিচা না অপরপ্রান্তেরও একই অবস্থা। কাল রাতে এসেছি কবে যাবো তার ঠিক নেই। ঘাটে আটকে থাকায় খাবার ও পানি সংকটে পড়েছি।
বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের ম্যানেজার আবু আব্দুল্লাহ জাগো নিউজকে বলেন, নাব্য সংকটের কারণে নদীর বিভিন্ন অংশে পানি কমে গেছে। শুক্রবার রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আশাকরি আগামী দুই তিন দিনের মধ্যে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
এএইচ/এএসএম