বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মোহাম্মদ নাছির আহমেদ ওরফে মামা নাছির (৪০) নামের এ আওয়ামী লীগ নেতাকে হাটহাজারী থেকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেল তিনটার দিকে উপজেলার ফতেয়াবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে হাটহাজারী থানা পুলিশ।
গ্রেফতার নাছির আহমেদ উপজেলার ১২নং চিকনদন্ডি ইউনিয়নের আনোয়ার আলী টেন্ডল বাড়ির মোহাম্মদ ভোলার পুত্র।
আজ শনিবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
এমডিআইএইচ/কেএসআর/এএসএম