বিএনপিকে উদ্দেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, ব্যানার দিয়ে সন্ত্রাসী করবেন তা বরদাস্ত করা হবে না। অন্য কোনো দল দিয়ে সন্ত্রাসী করবেন তা বরদাস্ত করা হবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ স্বৈরাচার, এদের সুযোগ দেওয়া যাবে না। জাতীয় পার্টি স্বৈরাচার, এদেরকেও সুযোগ দেওয়া যাবে না। কিন্তু বিএনপির ভাইদের মুখ থেকে আজ আবার আমরা কেমন জানি স্বৈরাচারের ভাষা শুনতে পাচ্ছি। এরা বলছেন, কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে আমরা না। যাদের হাতে লক্ষ লক্ষ ভাই-বোন খুন হয়েছেন, গুম হয়েছেন, বিদেশে টাকা পাচার করে অট্টালিকা বানিয়েছেন, যারা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন; তাদের পক্ষে কথা বলবেন, আপনাদের আর সুযোগ দেওয়া হবে না।
শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জ পুলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাসিক ১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুফতি মাসুম বিল্লাহ।
বিএনপিকে উদ্দেশ করে মাসুম বিল্লাহ বলেন, ‘এখন আমরা রাস্তাঘাটে নতুন নতুন ব্যানার-ফেস্টুন দেখতে পাই। আপনারা এতদিন কোথায় ছিলেন? আপনাদের ভাঙা হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায়নি। ৩৬ জুলাইয়ের আগে আন্দোলন-সংগ্রামে তো আপনাদের দেখিনি। আজ রাস্তাঘাট, হাটবাজার, মাঠ দখলের জন্য নতুন নতুন ছবি দিয়ে, ব্যানার-ফেস্টুন দিয়ে এলাকায় ভীতি সৃষ্টি করছেন। আপনাদের টেংরি ভেঙে ফেলে দেওয়া হবে। আর সুযোগ দেওয়া হবে না। আমরা কোনো দল বুঝি না, সন্ত্রাসীদের কোনো দল হয় না।’
নাসিক ১ নম্বর ওয়ার্ড সভাপতি ওবায়দুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।
এসময় জেলা-মহানগর ও সিদ্ধিরগঞ্জ পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসআর/এএসএম