দ্রুতগামী গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো নারীর

0
1


রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে দ্রুতগামী একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় (৪৫) এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বলেন, সকালের দিকে মাতুয়াইল ইউটার্ন এলাকার মহাসড়ক থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি।

তিনি বলেন, স্থানীয়দের কাছে জানা গেছে- ওই নারী রাস্তা দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ির নিচে চাপা পড়েন। পরে তার ওপর দিয়ে আরও কয়েকটা গাড়ি যাওয়ায় শরীর ক্ষতবিক্ষত হয়।

কাজী আল-আমিন/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।