‘টুয়েলভথ ফেল’ অভিনেতাকে হুমকি

0
2


নতুন সিনেমা ‘দ্য সবরমতি রিপোর্ট’-এর প্রচারণায় ব্যস্ত ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসি। কিন্তু এরই মধ্যে হুমকি দেওয়া হচ্ছে তাকে। শুরুতে চুপচাপ থাকলেও এখন এসব নিয়ে কথা বলতে শুরু করেছেন বিক্রান্ত। ঘটনা জানিয়েছেন মুম্বাইয়ের সংবাদমাধ্যমে।

গত ৬ নভেম্বর মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে দেখানো হয়েছে ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবির ট্রেলার। একতা কাপুর প্রযোজিত এই ছবির মূল চরিত্রে আছেন বিক্রান্ত ম্যাসি, রাশি খান্না, ঋদ্ধি ডোগরা। ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবিতে ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি ভারতের সবরমতী এক্সপ্রেসের দুর্ঘটনা তুলে ধরা হয়েছে। গোধরা স্টেশনের কাছে ওই দিন ভোরে সবরমতী এক্সপ্রেসের অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যান ৫৯ জন যাত্রী। দুর্ঘটনা নয়, এর পেছনে ছিল এক গভীর চক্রান্ত। একতা কাপুর জানিয়েছেন, ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবির মাধ্যমে সেই সত্য তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।

আসছে ২০ নভেম্বর ভারতের মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। অন্যদিকে ১৫ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত ছবি ‘দ্য সবরমতী রিপোর্ট’। নির্বাচনের মুখে এই ছবি মুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় নির্মাতা একতা কাপুরকে। অনেকের অভিযোগ, এটি একটি প্রোপাগান্ডা ছবি। আসলেই কি তাই?

অনেকের মতে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নির্বাচনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে যাচ্ছে এই সিনেমাটিকে। তবে সে আশঙ্কা উড়িয়ে দিয়েছেন প্রযোজক একতা কাপুর। সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে কথা বলেছেন তিনি। তিনি বলেন, ‘এই ছবিটির মুক্তির তারিখ অনেক আগেই ঘোষণা করা হয়েছিল। তার অনেক পরে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। আমরা নিশ্চয়ই গণনা করে জানতে পারিনি নির্বাচন কবে হবে। তাই নির্বাচনের সঙ্গে এ ছবির কোনো সম্পর্ক নেই। এ ছবিকে ঘিরে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।’

‘টুয়েলভথ ফেল’ অভিনেতাকে হুমকি

‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবিটি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার কোনো কথা হয়েছে? এ প্রশ্নের জবাবে একতা কাপুর বলেন, ‘না। আমরা এ ছবির জন্য মোদি বা সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা চাইনি।’ তবে নরেন্দ্র মোদিকে এ সিনেমা দেখাতে চান বলেও জানিয়েছেন বলিউডের এই প্রভাবশালী প্রযোজক।

একতা কাপুরের মতো করেই বলেছেন ছবির নায়ক বিক্রান্ত ম্যাসিও। তিনি বলেন, ‘আপনারা নির্বাচনের সঙ্গে ছবিকে মেলাবেন না। আমাদের দেশে (ভারতে) নির্বাচন আসে-যায়।’ পাশাপাশি তিনি এও বলেছেন, এ ছবিতে অভিনয়ের জন্য তাকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিক্রান্ত বলেছেন, ‘আমাকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় হুমকি দিয়ে মেসেজ পাঠাচ্ছে অনেকে। আগে কখনও এসব বলতে চাইনি, কারণ কেউ আমাকে সরাসরি কিছু বলেনি। তবে এখন বলতে চাই, আমরা শিল্পী এবং আমরা গল্প বলি। আমি কী ভাবি এবং কী বলি সেদিকে মনোযোগ দিই না।’

আরএমডি/এএসএম