এক মোটরসাইকেলে তিন আরোহী, প্রাণ গেলো দুজনের

0
1


মানিকগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে একজন।

শুক্রবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলার সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ইতরা গ্রামের নুর হোসেনের ছেলে মো. বাঁধন (১৮) এবং সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের মৃত পাংকু মিয়ার ছেলে রাতুল হোসেন (২৫)। গুরুতর আহত হয়েছে ইতরা গ্রামের রকেট মিয়ার ছেলে লাদেন হোসেন (১৭)।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী আলামিন খান জাগো নিউজকে জানান, মোটরসাইকেল এবং পিকআপ দুটি অতিরিক্ত গতিতে আসছিল। মোটরসাইকেলে চালকসহ তিনজন ছিলেন। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই মারা যান চালক বাঁধন। এসময় পিকআপ চালক পালিয়ে যান। পরে গাড়িটি আটক করেন গ্রামবাসী।

ওসি জাহিদুল ইসলাম বলেন, বাকি দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন। আহত আরেকজন চিকিৎসাধীন। তার অবস্থা সংকটাপন্ন।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।