ক্যাম্পেইন ম্যানেজারকে হোয়াইট হাউজের বড় দায়িত্ব দিলেন ট্রাম্প

0
3


ক্যাম্পেইন ম্যানেজার সুসি ওয়াইলসকে নতুন দায়িত্ব দিয়ে হোয়াইট হাউজে নিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

সুসি ওভাল অফিসের ‘চিফ অব স্টাফ’ পদে নিযুক্ত হচ্ছেন। তার কাজ হবে বাকি প্রশাসনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের যোগসূত্র তৈরি করা। ট্রাম্পের ভাবনা প্রশাসনিক স্তরে রূপায়িত হচ্ছে কি না, তা-ও নজরে রাখবেন তিনি।

এই প্রথম হোয়াইট হাউজের ‘চিফ অব স্টাফ’ পদে কোনো নারীকে নিযুক্ত করা হলো।

মূলত সুসির পরামর্শেই নির্বাচনের সময় নিজের প্রচার কৌশল ঠিক করেছিলেন ট্রাম্প। নির্বাচিত প্রেসিডেন্টের ঘনিষ্ঠমহলের তথ্য অনুযায়ী, প্রচারপর্বে ট্রাম্পকে সময়ানুবর্তী ও নিয়মনিষ্ঠ করে তুলতে অনেকটাই সফল হয়েছিলেন সুসি।

সুসি এই প্রচারকৌশলী দীর্ঘ দিন ধরেই রিপাবলিকান পার্টির হয়ে কাজ করেন। ১৯৮০ সালে রোনাল্ড রিগানের আমলেও প্রচার কৌশল নির্ধারণের দায়িত্বে ছিলেন তিনি।

যদিও বরাবারই প্রচারের আলো থেকে দূরে থাকতে ভালবাসেন সুসি। বুধবার জয় নিশ্চিত হওয়ার পরে ফ্লোরিডায় ট্রাম্প যখন বিজয়-ভাষণ দিচ্ছেন, তখন শত অনুরোধেও মঞ্চে ভাষণ দিতে রাজি হননি সুসি।

তবে তার কৃতিত্বের কথা স্বীকার করে ট্রাম্প একটি লিখিত বিবৃতিতে বলেন, তিনি খুব শ্রদ্ধাশীল, উদ্ভাবনী শক্তিসম্পন্ন মানুষ।

একই সঙ্গে ট্রাম্প জানান, আমেরিকাকে ফের শ্রেষ্ঠ করে তুলতে নিরলস ভাবে কাজ চালিয়ে যাবেন সুসি। ট্রাম্প অনুগামীদের একাংশের বক্তব্য, তখনই বোঝা গিয়েছিল সুসি বড় পদ পেতে চলেছেন।

সূত্র: রয়টার্স

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।