অ্যাডিলেডে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠালো পাকিস্তান

0
1


প্রথম ম্যাচটা ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ। ২০৩ রান করেও অস্ট্রেলিয়াকে চেপে ধরেছিলো পাকিস্তান। ৮টি উইকেট ফেলে দিয়েছিলো মোহাম্মদ রিজওয়ানরা।

অ্যাডিলেডে আজ দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচে টস জিতলেন পাকিস্তান অধিনায়ক রিজওয়ান। টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক রিজওয়ান।

টস হেরে ব্যাট করতে পাকিস্তানি পেসে মোটামুটি দিশেহারা স্বাগতিক অস্ট্রেলিয়া। ৮৭ রানে তারা হারিয়েছে ৪ উইকেট। শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রউফ মিলে নিলেন ২টি করে উইকেট।

ম্যাথিউ শর্ট ১৯ রানে এবং জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ১৩ রানে আউট হন শাহিন আফ্রিদির বলে। জস ইংলিশ ১৮ রানে এবং মার্নাস লাবুশেন ৬ রানে আউট হন হারিস রউফের বলে।

একমাত্র স্টিভেন স্মিথ ২৯ রানে বুক চিতিয়ে লড়াই করছেন। অ্যারন হার্ডি ৩ রানে ব্যাট করছেন।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।