পল্লী বিদ্যুৎ সমিতি সমিতিগুলোতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২০২৪-২৫ অর্থবছরের এলাকা পরিচালক নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সচিব হাসিনা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমিতি বোর্ডের যে সব এলাকা পরিচালকের মেয়াদোত্তীর্ণ হবে, ঐ পদ শূন্য থাকবে। অবশিষ্ট এলাকা পরিচালকদের মধ্য থেকে বিধি মোতাবেক নির্বাহী কমিটি গঠন করতে হবে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলাদেয় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ৭০৬তম বোর্ড সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে এই আদেশ জারি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এনএস/এসএনআর/এমএস