ভোলায় দুই মোটরসাই‌কে‌লের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

0
4


ভোলায় দুই মোটরসাই‌কে‌লের মুখোমুখি সংঘ‌র্ষের ঘটনায় মো. একরামুল (১৮) না‌মে এক আ‌রোহী নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন আ‌রও দুই আ‌রোহী। নিহত একরামুল ভোলার বোরহানউ‌দ্দিন উপ‌জেলার কা‌চিয়া ইউ‌নিয়‌নের ৫ নম্বর ওয়া‌র্ডের ফুল কা‌চিয়া গ্রা‌মের মো. হারুনের ছে‌লে।

বৃহস্প‌তিবার রা‌তে বোরহানউ‌দ্দিন উপ‌জেলার লেবুকাটা রাস্তার মাথা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতের প‌রিবার জানান, সন্ধ্যার দি‌কে একরাম বাড়ি থে‌কে বের হন। প‌রে তার আ‌রও দুই বন্ধু তাদের সা‌থে মোটরসাই‌কেলযো‌গে উপ‌জেলার ম‌নিরাম এলাকা যাওয়ার প‌থে লেবুকাটা রাস্তার মাথা এলাকায় বিপরীত দিক থে‌কে আসা আরেকটি মোটরসাই‌কে‌লের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একরামসহ তার দুই বন্ধু আহত হন।

স্থানীয়রা তা‌দের উদ্ধার বোরহানউ‌দ্দিন উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করেন। ত‌বে একরামু‌লের অবস্থায় আশংঙ্কাজনক হওয়ায় তা‌কে ভোলা সদর হাসপাতা‌লে রেফার্ড করা হয়। এরপর ভোলা সদর হাসপাতা‌লে একরামুল‌কে নি‌য়ে আস‌লে চি‌কিৎসকরা তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

বোরহানউ‌দ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. সি‌দ্দিকুর রহমান ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

জু‌য়েল সাহা বিকাশ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।