জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদসহ কমিশনের পাঁচ কর্মকর্তা রাষ্ট্রপতির কাছে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
আজ (৭ নভেম্বর) তারা পদত্যাগপত্র জমা দেন। অন্তর্বর্তী সরকারের প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।
কমিশন থেকে পদত্যাগকারী পাঁচ কর্মকর্তা হলেন অবৈতনিক সদস্য অধ্যাপক ড. তানিয়া হক, অবৈতনিক সদস্য বিশ্বজিৎ চন্দ, অবৈতনিক সদস্য কংজুরী চৌধুরী, অবৈতনিক সদস্য মো. আমিনুল ইসলাম ও সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা।
এমইউ/এমএইচআর/এএসএম
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।