তিন বিচারপতির বিষয়ে রাষ্ট্রপতির কাছে অভিযোগের খবর সম্পূর্ণ মিথ্যা

0
3


‘তিন বিচারপতির অনিয়ম দুর্নীতির অভিযোগ রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল’- এমন একটি খবর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় প্রচারিত হয়।

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি সুপ্রিম কোর্ট প্রশাসনের গোচরিভূত হয়েছে। ষোড়শ সংশোধনী রায়ের পরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হলেও এবং উক্ত কাউন্সিলে কয়েকজন বিচারপতি সংক্রান্তে তথ্য যাচাই বাছাইয়ের কাজ চলমান থাকলেও এখনো রাষ্ট্রপতির নিকট সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কর্তৃক কোনো বিচারপতি সম্পর্কে কোনো অভিযোগ প্রেরণ করা হয়নি।

সংশ্লিষ্ট টিভি চ্যানেল কর্তৃক সম্প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক এবং ভিত্তিহীন বলে দাবি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব কথা বলা হয়েছে।

এফএইচ/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।