সুরের ধারার নামে দেওয়া জমির বরাদ্দ বাতিল

0
3


রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার ‘সুরের ধারা’ নামে গানের স্কুলের খাসজমির বরাদ্দ বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ বরাদ্দ বাতিল করে ভূমি মন্ত্রণালয় থেকে ঢাকা জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে।

ঢাকার লালমাটিয়ায় সুরের ধারার চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যার অনুকূলে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত করা ঢাকা জেলার মোহাম্মদপুর থানাধীন রামচন্দ্রপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সিএস ও এসএ-৬৯২, আরএস-১৮৯৫ এবং সিটি-১১৬৬৭ নম্বর দাগের ০.১৭০০ একর ও ১১৪১২ নম্বর দাগের ০.৩৪২০ একর মোট ০.৫১২০ একর জমি সিএস থেকে আরএস রেকর্ডে ‘খাল’ শ্রেণি থাকায় ওই বন্দোবস্ত বাতিল করা হলো।

এমতাবস্থায় ডিসিকে এ বিষয়ে যথাযথ কার্যক্রম গ্রহণ করে ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর অনুরোধ জানানো হয় চিঠিতে।

খালকে নাল জমি দেখিয়ে রেজওয়ানা চৌধুরী বন্যাকে ৯৯ বছরের জন্য এ জমি বরাদ্দ দেওয়া হয়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। স্কুলটির উদ্বোধন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মো. আতিকুল ইসলাম প্রমুখ।

আরএমএম/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।