বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের এক কেন্দ্রীয় নেতার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে।
জানা গেছে, মারা যাওয়া ওই নেতা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক।
কামরুজ্জামান জাপানের মৃত্যুতে তার রাজনৈতিক সহযোদ্ধা এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বেলা তিনটায় কামরুজ্জামান জাপানের প্রথম জানাজার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে হওয়ার পর তার মরদেহ গ্রামের বাড়ি মাগুরাতে নিয়ে দাফন করা হবে।
কেএইচ/এমএইচআর/জিকেএস
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।