রিগ্যাল এম্পোরিয়ামের পণ্য কিনে বালিতে হানিমুনে যাওয়ার সুযোগ

0
6


পণ্য কিনলে মূল্যছাড়সহ ইন্দোনেশিয়ার বালিতে হানিমুনে যাওয়ার সুযোগ সম্বলিত ‘হানি বার্ড’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার পণ্যের চেইন শপ রিগ্যাল এম্পোরিয়াম। বালিতে হানিমুনে যাওয়ার সুযোগ ছাড়াও ওয়েডিং সিরিজের ফার্নিচারে থাকছে ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। ক্যাম্পেইনটি চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

অনুষ্ঠানে আর এন পাল বলেন, ‘বিয়ের মৌসুমে নববিবাহিতদের স্বপ্নপূরণে রিগ্যাল এম্পোরিয়াম দিচ্ছে কম্প্রিহেন্সিভ সল্যুশন। হানি বার্ড ক্যাম্পেইনের মাধ্যমে আমরা রিগ্যাল এম্পোরিয়াম তথা রিগ্যাল ফার্নিচারকে ক্রেতাদের কাছে আরও জনপ্রিয় করে তুলতে চাই। সে লক্ষ্যে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্রেতাদের কাছে সাশ্রয়ীমূল্যে স্টাইলিশ ফার্নিচার ও হোমডেকর পণ্য পৌঁছে দিতে বদ্ধপরিকর।’

তিনি আরও বলেন, ‘ফার্নিচার মানুষের আবাসনের বেসিক নিড। আমরা সবসময় কোয়ালিটি মেনটেইন করার চেষ্টা করি। এখন শীতকাল আসছে, বিয়ে হয় বিভিন্ন অনুষ্ঠান হয় তাই আমরা এই সময়টাতে ক্যাম্পেইন করছি। আমাদের ফার্নিচার দেশের প্রত্যন্ত অঞ্চলে চলে গেছে। আমরা সবসময় চেষ্টা করি, কোয়ালিটি প্রোডাক্ট সূলভমূল্যে দেওয়ার জন্য। দেশে এমন কোনো বাসা নেই যেখানে আরএফএলের প্রোডাক্ট নেই। রিকশাওয়ালা থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সবার বাসায় আরএফএলের প্রোডাক্ট রয়েছে।

আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম বলেন, ‘মানুষের চাহিদা সময়ের সাথে বদলাচ্ছে, তাই তাদের চাহিদা আমরা সবসময় গুরুত্ব দিচ্ছি। সামনে বিয়ের মৌসুম আসছে, নতুন ফার্নিচার বিবাহের সঙ্গী। সে জন্য আমরা একটা প্যাকেজ দেওয়ার চেষ্টা করছি। তাই ১২ থেকে ১৫টি প্রোডাক্টে ১০ থেকে ১৫ শতাংশ ডিসকাউন্ট সুবিধা রেখেছি। এই ডিসকাউন্টটা রিগ্যাল এম্পোরিয়ামের সকল শোরুমে পাওয়া যাচ্ছে। বিয়েতে সবার স্বপ্ন থাকে, একটা হানিমুন করার। ভোক্তারা প্রতি মাসে ফার্নিচার কিনে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তিন মাস পরে সকলকে ইন্দোনেশিয়ায় বালিতে ট্যুরে পাঠাবো। এতে ফার্নিচারও কেনা হবে, হানিমুন করার স্বপ্নও পূরণ হবে।’

তিনি বলেন, ‘ক্রেতাদের আরও ভালো শপিং এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য আমরা সেবার মানবৃদ্ধিসহ নানা ধরনের পদক্ষেপ নিয়েছি। এর ফলে ক্রেতারা কেনাকাটা করতে আরও বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। আশা করছি, এই অফারটি আমাদের সম্মানিত ক্রেতাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা সৃষ্টি করবে।’

রিগ্যাল ফার্নিচারের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আলম খান বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করি ভোক্তার ক্রয়ক্ষমতার মধ্যে ফার্নিচার তৈরি করা। দেশের ২০ কোটি জনসংখ্যার সবাই যেন আমাদের ফার্নিচার ব্যবহার করার সক্ষমতা রাখে। সেই দিক বিবেচনা করে আমাদের ফার্নিচার তৈরি হয়। আমরা প্রতিটি প্রোডাক্ট নিজের সন্তানের মতো লালন-পালন করি। আমাদের স্লোগান আছে, শ্রমিক থেকে মালিক সবার বাসায় যেন রিগ্যাল ফার্নিচার থাকে।’

অনুষ্ঠানে জানানো হয়, রিগ্যাল এম্পোরিয়াম থেকে যেকোনো ফার্নিচার কিনে এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন ক্রেতারা। এ ক্যাম্পেইনটি চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতি মাসে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম, আর ক্যাম্পেইন শেষে বিজয়ীদের পাঠানো হবে ইন্দোনেশিয়ার বালিতে।

অনুষ্ঠানে আরএফএল রিটেইল চেইনের হেড অব মার্কেটিং শফিক শাহিন, রিগ্যাল ফার্নিচারের হেড অব মার্কেটিং চিত্ত রঞ্জন, রিগ্যাল এম্পোরিয়ামের প্রধান বিক্রয় কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে রিগ্যাল এম্পোরিয়ামের ১৫০টি শোরুম রয়েছে। এসব শোরুমের মাধ্যমে সাশ্রয়ীমূল্যে আধুনিক ও স্টাইলিশ ফার্নিচার পণ্য ও সেবা পাচ্ছেন ক্রেতারা।

আরএএস/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।