ট্যাংকে পচা সুপারির বিষক্রিয়ায় আরও একজনের মৃত্যু

0
2


চট্টগ্রামের ফটিকছড়িতে ট্যাংকে সংরক্ষিত পচা সুপারি সংগ্রহের সময় বিষক্রিয়ায় অসুস্থ হয়ে মো. তৌহিদ (৩৯) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে এই ঘটনায় দুই সহোদরের মৃত্যু হয়েছিল।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৌহিদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. মহিন উদ্দিন।

নিহত তৌহিদ ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের পশ্চিম হাইদচকিয়া সোনামিয়া সরকার বাড়ির মো. এজাহার সওদাগরের ছেলে।

গত ১ নভেম্বর চট্টগ্রামের ফটিকছড়িতে ট্যাংকে সংরক্ষিত পচা সুপারি সংগ্রহের সময় বিষক্রিয়ায় দুই সহোদরের মৃত্যু হয়। তারা হলেন, পাইন্দং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজী গুন্নুমিয়া সওদাগরের বাড়ির শফিউল আলম ও তার ছোট ভাই শহিদ উল্লাহ।

এ ঘটনায় অসুস্থ আরও তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তৌহিদের মৃত্যু হলো।

এএজেড/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।