জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের ডাস্টবিন স্থাপন

0
3


পরিষ্কার-পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাস্টবিন স্থাপন কর্মসূচি পালন করে সংগঠনটি।

কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল এবং অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।

মেহেদী হাসান হিমেল বলেন, ক্যাম্পাসের পরিবেশ উন্নয়নের জন্য এই উদ্যোগ। ক্যাম্পাসে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশদূষণ রোধে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ছাত্রদল নেতারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে উঠবে।

জগন্নাথ বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নির্ঝর বলেন, এমন উদ্যোগ আমাদের ক্যাম্পাসের পরিবেশকে আরও পরিচ্ছন্ন রাখতে সাহায্য করবে।

ছাত্রদল তাদের কর্মসূচি অব্যাহত রাখতে আগামী দিনগুলোতে ক্যাম্পাসে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম এবং ক্লিন-আপ ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা করছে বলেও জানিয়েছেন সংগঠনের নেতারা।

আরএএস/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।